অশালীন মন্তব‍্যের প্রতিবাদে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এর কুশপুতুল দাহ করলেন তৃণমূলের মহিলা কর্মীরা

26th November 2020 7:24 pm বাঁকুড়া
অশালীন মন্তব‍্যের প্রতিবাদে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এর কুশপুতুল দাহ করলেন তৃণমূলের মহিলা কর্মীরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  একদিকে গোটা দেশজুড়ে যেমন সিপিআইএমের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘট সফল করার জন্য পথে নেমেছেন সিপিআইএম কর্মীরা অন্যদিকে বড়জোর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘুটগড়িয়া অঞ্চলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের কুশপুতুল দাহ করার সাথে সাথে একটি ধিক্কার মিছিল করা হলো ।

সম্প্রতি বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল তমলুকের একটি সভা থেকে বেলাগাম অগ্নিমিত্রা বলেন, ‘দিদিমণি বলে দিয়েছেন, শরীর গরম হলেই ধর্ষণ কর। চাকরি দিতে পারিনি, তাই মনোরঞ্জনের জন্য ধর্ষণ কর। বলে দিয়েছেন, তোরা ধর্ষণ কর, আমি ক্ষতিপূরণ দেব।’ আর এই কারনেই আজকের এই ধিক্কার মিছিল থেকে বিজেপিকে তীব্র ভাবে আক্রমণ করে বরজোর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।